top of page

কৃষক পরিবার

আপনি দেশের একজন সফল কৃষক। কৃষি থেকে উৎপাদিত পণ্যই আপনার নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করে। আপনার মতো দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবারের পাশে রয়েছে কৃষি টাকা বাংলাদেশ। কৃষি টাকা বাংলাদেশের যেকোন দোকানে একদম টাকা ছাড়াই কৃষকের উৎপাদিত পণ্য (কাঁচা সবজি, শস্য, গবাদি পশু যেমন- গরু, ছাগল মুরগিসহ সব শস্য ও পণ্য) বিনিময় করে মিলবে চাল-ডাল-তেল-সাবান-মাছ, মাংসসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। 


যেমন ধরুন, আপনি ছোট পরিসরে মুরগি, গরু, ছাগল পালন করেন। আপনার উৎপাদিত মুরগি, ছাগল, গরু; কৃষি টাকার দোকানে বিনিময় করে আপনি প্রয়োজনীয় পণ্য বা পুরো মাসের বা বছরের বাজার করতে পারেন। আবার আপনার বাড়ির উঠানে সবজি ক্ষেত রয়েছে, আপনি সেই সবজি বিনিময় করে সমমূল্যের মুরগি বা অন্যান্য প্রয়োজনীয় পণ্যও নিতে পারেন। এভাবে কৃষি টাকা বাংলাদেশের দোকানে আপনার পণ্যের বিনিময়ে পাবেন প্রয়োজনীয় সব ধরনের পণ্য।

SEE WHAT FARMERS HAVE TO SAY ABOUT OUR INITIAVE

© 2021 by Mermaid Eco Tourism Ltd (METL)

  • Facebook
  • Instagram
Food-Logo.png
bottom of page